বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

আইনি সেবা পেতে আর্থিক লেনদেনের প্রয়োজন নেই’

আইনি সেবা পেতে আর্থিক লেনদেনের প্রয়োজন নেই’
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেছেন, থানার দরজা সকল শ্রেণি পেশার মানুষের জন্য খোলা। সুতরাং সব ধরণের আইনি সেবা পেতে কোন আর্থিক লেনদেন ও দালালের প্রয়োজন নেই।
শুক্রবার (২১ জুলাই) শুক্রবার (২১ জুলাই) পবিত্র জুম্মার নামাজ শেষে পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে সকল মুসুল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, থানায় সাধারণ ডায়েরি, মামলা, বিভিন্ন ধরণের ভেরিফিকেশন, পুলিশ ক্লিয়ারেন্সসহ সকল ধরণের আইনি সেবা দ্রুত দেওয়ার চেষ্টা করা হবে। এই এলাকার মাদক, জুয়া, সাইবার ক্রাইম, কিশোর গ্যাং, মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধ দমনে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আপনারদের সঙ্গে নিয়ে এ এলাকার আইনশৃঙ্খলা সুষ্ঠু রাখতে চাই।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন