শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রংপুরে জশনে জুলুস ও মাহফিল

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রংপুরে জশনে জুলুস ও মাহফিল

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রংপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদের (সা.) জন্ম ও ওফাত দিবসে তার কর্মময় জীবন আদর্শের স্মরণ ও অনুকরণের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সমগ্র বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও মাশায়েখে তরিকত কমিটির উদ্যোগে জশনে জুলুসের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা থেকে বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদের (সা.) সম্মানে দরুদে সালাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার প্রতিধ্বনি ছড়িয়ে দেওয়া হয়। এর আগে সকাল ১০টায় নগরীর টেবিল টেনিস প্রাঙ্গণ থেকে গাউসিয়া কমিটি জেলা শাখার আয়োজনে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে টেবিল টেনিস মাঠে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। এতে বক্তব্য দেন রংপুর জেলা সভাপতি আব্দুল কাদের খোকন, জেলা কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামরুল হুদা, ড. মো. আফজাল হোসেন, মো. সাইদার রহমান, মো. কাশেম আলী, হাজী মজিবর রহমান ও  আয়য়ুব আলী। এদিকে দিনটি উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠন থেকে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উল্লেখ্য, হিজরি সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। এ বছর ১৭ সেপ্টেম্বর (রোববার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়। বিশ্ব মানবতার শান্তির দূত সর্বশেষ নবী হযরত মুহাম্মদের (সা.) জন্ম ও ওফাত দিবসে জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন