৯ উইকেট হারিয়ে পরাজয় দেখছে বাংলাদেশ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ১০০ থেকে ১০৪ রান- এই চার রানের ব্যবধানে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্টের প্রথম ইনিংসে ৯ রানে শেষ ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও যেন একই ঘটনার পুনরাবৃত্তি করছে টাইগাররা। শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য শ্রীলঙ্কার দেয়া ৩৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৭ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করেছে দলটি। সিরিজের দ্বিতীয় ও শেষ এই টেস্টের তৃতীয় দিনেই জয় দেখছে শ্রীলঙ্কা।