হবিগঞ্জে রাস্তা পাড়াপাড়ের সময় ম্যাক্সির চাপায় বৃদ্ধ নিহত

আজিজুল ইসলাম সজিব, হবিগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল সড়কে রাস্তা পাড়াপাড়ের সময় ম্যাক্সির চাপায় সামছুদ্দিন তালুকদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার ধুলিয়াখাল গ্রামের মৃত আলাউদ্দিন তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সামছুদ্দিন ধুলিয়াখাল বাজার থেকে বাড়ির উদ্যোশে রাস্তার পাড়াপাড় হচ্ছিল। এসময় ওই স্থানে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ আসার পথে একটি বেপরোয়া ম্যাক্সির তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সামছুদ্দিন বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পাড়াপাড়ের সময় একটি ম্যাক্সি তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।