লালপুরে প্রি-ভোকেশনাল দতা উন্নয়ন প্রশিণ কর্মসূচীর শুভ উদ্বোধন

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলায় কারিতা-মট্স এর উদ্যোগে ৩ মাস ব্যাপি রিচিং-আউট-স্কুল চিল্ড্রেন (রক্স) ফেউজ-২ প্রকল্প প্রাথমিক ও গণশিা মন্ত্রানালয়, প্রাথমিক শিা অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রি-ভোকেশনাল দতা উন্নয়ন প্রশিণ কর্মসূচীর আওতায় ৪টি ক্যাটাগরিতে ১শত জন প্রশিণার্থীদের নিয়ে এই প্রশিণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেভ দ্যা চিল্ড্রেন ঢাকা ম্যানেজার মাহবুব চৌধুরী, মট্স ঢাকা প্রকল্প সমন্বয়কারী সুপ্রিয় হালদার, লালপুর উপজেলা সহকারী শিা অফিসার নজরুল ইসলাম, সেভ দ্যা চিল্ডেন এর প্রতিনিধি আয়ুব আলী সরকার, ওয়ালিয়্ াইউপি চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চলান করেন রাজশাহী কারিতাসের টেকনিক্যাল অফিসার শামসুল হক।