লালপুরে তথ্য ও নাগরিক সেবার তালিকা প্রদান সভা অনুষ্ঠিত

মোঃ আশিকুর রহমান(টুটুল), নাটোর জেলা সংবাদদাতা: নাটোরের লালপুর উপজেলা ভূমি আফিসের আয়োজনে মাসিক রাজস্ব সভা ও নাগরিক সেবার তালিকা প্রদান করা হয় । সোমবার বিকেলে উপজেলা পরিষদের সভা কে এই সভা অনুষ্ঠিত হয় । এসময় ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ভূমি অফিসের সহকারী কর্মকর্তাদের হাতে তথ্য ও নাগরিক সেবার তালিকা তুলে দেওয়া হয় । সভায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শফিকুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম । এসময় উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের সার্বেয়ারগন উপস্থিত ছিলেন।