রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১


ঠেলাগাড়ি চালকের নাম বাবুল মাতব্বর (৪৩)। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে। আহত ২ জনের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য বাবুল মাতব্বরের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, বংশাল থেকে রড বোঝাই করে ঠেলাগাড়িটি কাওরান বাজারে যাচ্ছিল। পান্থকুঞ্জের কাছে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঠেলাগাড়ির চালক বাবুল মাতব্বর ঘটনাস্থলে নিহত হন এবং তার দুই সহকারী আহত হন। ঘাতক ট্রাক ও তার চালক আশরাফুলকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন