বাংলাদেশের মানুষ আর না খেয়ে থাকবে না : প্রধানমন্ত্রী


প্রতিটি বাবা-মাকে তাদের সন্তানের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি প্রতিটি স্কুলের শিক্ষক, নির্বাচিত প্রতিনিধিদেরও একই আহ্বান জানান। শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা লক্ষ্য রাখবেন কোনো শিক্ষার্থী দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত কিনা। থাকলে কেন অনুপস্থিত, তাদের সমস্যা কি জানার চেষ্টা করুন। আপনারা লক্ষ্য করবেন জঙ্গিবাদ-সন্ত্রাস-মাদক ভয়াবহ আকার নিয়েছিলো। আমরা সরকার গঠন করার পরে জঙ্গিবাদ-সন্ত্রাস কঠোরভাবে নিয়ন্ত্রণ করি। পরপর কয়েকটি ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সেসবের সমাধান করেছি। ১০ ঘণ্টা মধ্যে অভিযান চালিয়ে বন্দিদের মুক্ত করেছি- পৃথিবীর কোনো দেশে এমন হয় না।
চিলমারীর থানাহাট উচ্চ বিদ্যালয় মাঠে, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগান নিয়ে হতদরিদ্র মানুষের জন্য পল্লী রেশনিং কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা।
কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে। প্রতি বছরের মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই পাঁচ মাস কর্মসূচির আওতায় চাল পাবে পরিবারগুলো।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে হেলিকপ্টারযোগে পৌঁছান।
আপনার মতামত লিখুন