নতুন রেকর্ডের মাইলফলকে মেসি

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: স্প্যানিশ লা লিগায় জিরোনার বিপক্ষে পাওয়া জয়ে ফুটবল ক্যারিয়ারে ৩২৮তম জয় দেখলেন লিওনেল মেসি। এতে রাউল গঞ্জালেসকে টপকে নতুন আরেক রেকর্ডের মাইলফলকে মেসি।
রোববার জিরোনারকে ২-০ গোলে পরাজিত করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। জিরানার বিপক্ষে ম্যাচে এক গোল করেন মেসিও। ক্যারিয়ারে লা লিগায় ৪৩৭ ম্যাচে ৩২৮ জয় দেখলেন মেসি। এতে তিনি ছাড়িয়ে গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক স্প্যানিয়ার্ড স্ট্রাইকার রাউল গঞ্জালেসকে। লা লিগায় ৫৫০ ম্যাচে ৩২৭ জয় দেখেছেন রাউল।
চলতি মৌসুমে এটি মেসির ২৬তম গোল আর লা লিগায় সর্বোচ্চ ১৯তম। এদিকে ইউরোপিয়ান গোল্ডেন স্যু পুরস্কারের দৌড়েও এগিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী লিওনেল মেসি।
লা লিগায় ১৯ গোল নিয়ে মেসির সংগ্রহ ৩৮ পয়েন্ট। ৪ পয়েন্ট কম নিয়ে মেসির পেছনে দ্বিতীয় স্থানে রয়েছেন ফরাসি লীগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেই’র ১৭ গোলের তারকা কিলিয়ান এমবাপ্পে। ইতালিয়ান সিরি আ ফুটবল লীগে ১৬ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন সাম্পদোরিয়ার স্বদেশি স্ট্রাইকার ফাবিও কোয়ালিয়ারেল্লা।
খেলোয়াড় ম্যাচ জয়
ইকার ক্যাসিয়াস ৫১০ ৩৩৪
আনদোনি জুবিজারেতা ৬২২ ৩৩৩
লিওনেল মেসি ৪৩৭ ৩২৮
রাউল গঞ্জালেস ৫৫০ ৩২৭
জাভি হারনানদেজ ৫০৫ ৩২২ সূত্র: বাংলাদেশপ্রতিদিন