দিনাজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গী বিরোধী আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি ॥ শনিবার দিনাজপুরে সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
শিক্ষা মন্ত্রনালয়ের আদেশ অনুযায়ী শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, আদর্শ কলেজ, কেবিএম কলেজ, নুরজাহান আলিয়া মাদ্রাসা, হলিল্যান্ড কলেজ, জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, দিনাজপুর হাই স্কুল, বীরগঞ্জ ডিগ্রি কলেজ, ফুলবাড়ী সরকারী কলেজ, সঙ্গীত ডিগ্রি কলেজ, আনোয়ারা ম্যাটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
স্কুল ও কলেজ পরিচালনা পরিষদের কর্মকর্তা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা আলোচনা সভাগুলোতে উপস্থিত ছিলেন। বক্তারা নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক কর্মকান্ড এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্ব-স্ব ধর্মের মহান বানীকে ধারণ করে সকল ধরনের সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।#