ডোমারে ফ্রেন্ডশীপ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

রবিউল হক রতন, ডোমার (নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ফ্রেন্ডশীপ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২২জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় ডোমার থানা আয়োজিত থানা চত্ত্বর মাঠে খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অফিসার ইনচার্জ মোকছেদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল। বিশেষ অতিথি হিসাবে, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা মিঠু, এসআই গোলাম মোস্তফা, মাসুদার রহমান মাসুদ, আবু তালেব, এএসআই আবু সহিদ, শাহিনুর ইমলাম শাহিন, সামুন চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন। গত ২১ জানুয়ারী টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উক্ত ম্যাচে ১২টি টিমে মোট ২৪জন খেলোড়ার এতে অংশনেয়। ফাইনাল খেলায় শুভ বনাম সহিদ গ্রুপের মধ্যে বাঘ সিংহের লড়ায়ে সহিদ গ্রুপ চ্যাম্পিয়ন হয়। শেষে বিজয়ীদের মাঝে ক্রেস ও পুরস্কার তুলে দেন অতিথিগণ।