গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২


টাঙ্গাইল সংবাদদাতা: জেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের মনি সাহার ছেলে রানা সাহা ও তাদের তেলের দোকানের কর্মচারী। ২ জনেরই মরদেহ গোড়াই হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব জানান, সকালে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন দুই যুবক। ওই সময় টাঙ্গাইল থেকে ঢাকাগামী দীপু পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন