কূটনৈতিকদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়ে এ আলোচনায় অংশ নেয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি।
গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে এ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা এবং বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভাবনা ও নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এইচটি ইমাম, অ্যাম্বাসিডর মোহাম্মদ জহির এবং ড. আতিউর রহমান।
বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমির, সাধারণ সম্পাদক ড. শাম্মী আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ আরাফাত বক্তব্য রাখেন।
আলোচনার পাশাপাশি সেমিনারে ‘ফ্রোম মুজিব টু হাসিনা: আওয়ামী লীগ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বঙ্গবন্ধুর সময় থেকে পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক সম্পর্কে বাংলাদেশের এগিয়ে যাওয়ার চিত্র উঠে এসেছে এই বইয়ে।সূত্র:কালের কন্ঠ