আজ কবি ফজলে চৌধূরীর বার তম মৃত্যুবার্ষিকী

মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা(দিনাজপুর)ঃ দিনাজপুর জেলার খানসামা উপজেলার প্রয়াত কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, কন্ঠশিল্পী ফজলে রহমান চৌধুরীর ১২তম মৃত্যূবার্ষিকী আজ(১১-১০-২০১৬ইং)। তিনি জন্ম গ্রহন করেন ১৯৩৫ ইং সালে, মৃত্যু বরন করেন ২০০৫ ইং সালে। তার প্রকাশিত বইগুলি বিষাদে ব্যাকুল বাঁশরী, নীলবানু , সাহেরা বানু, ফজলে গীতিকাব্য, কবিতা কাব্য এলাম, মরনের পরে মিশে যদি চলে যাই, বিরহীনি কাব্য গ্রন্থ, সঙ্গীত মালঞ্চ, গানগুচ্ছ ইত্যাদি। আজ তার কবর জিয়ারত সহ মিলাদ মাহফিল করা হবে পারিবারিক ভাবে। খানসামা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে জমিদার নগরে । তার পরিবারের সদস্যরা দেশবাসির কাছে এই সাহিত্যিক এর জন্যে দোয়া কামনা করছেন।